Search This Blog

Tuesday, December 15, 2009

বাংলা কবিতা

http://www.calcuttaweb.com/kabita/

উপহার

কোন কোন কথা থাকে ঠিক নদীর মতো—

যেন একটি পলাতক স্রোত চুপিসাড়ে

পেরিয়ে যাচ্ছে মেঘের দেশ –

তার মাছরাঙা দিন ,

জলের মুকুরে

যেন একতারা ঢেউ !

কোথাও কি হঠাৎ বৃষ্টি হয়েছে ?

তবে কেন

শহরের চৌকাঠ ডিঙিয়ে যায়

জলবুটি বিকেল ?

অকারনে—

এমনই কিছু কিছু কথা থাকে – নদীর মতো--

তার শাদা কালো নোঙর তুলতে তুলতে মনে হয়

তোমার জন্যে এক রুমাল কিছু লিখে রাখি !

Thursday, November 19, 2009

অজানা

তোমাকে জানব বলে
এই মেঘ—বৃষ্টি—রোদ—
প্রান্তরে রেখে যাওয়া হাঁসের শাদা
পালকের স্মৃতি—
গলাদ্ধকরনে—ক্রমশ তা গভীর
আস্বাদ এক – যেন
নির্জন নীড়
তার নীলাভ বন্দরে
বিলি কাটে হাওয়া
আঙুলে—বেতের বনে—
ছড়িয়ে রাখে ক্ষলিত
তারাদের ভ্রুন
শস্যের ক্ষেতে---আকাঙ্খায়—
বসন্ত জোনাকি হয়—
তবু , অন্ধকারে—
পৃথিবীর ব্যাথা—ক্লান্তি—
পীন নারীর হৃদয়—
আধো অজানায় রয়ে যায় !

আবর্তন

সূর্যের ভস্মীভূত ছাই আর
দৈন্দিন অহঙ্কার--
এই নিয়েই ভাবি ভালবাসা ;
তা হলে সময়ের অবিরাম ঘর্ষন ,
লালবাতির নিষেধ ছিলনা বলে
অন্তহীন হয়ে যায় ফুটপাথ
কংক্রীট--ফুল--মোহে--
পিছুডাক শুনে--
মোড় ঘুরে দেখি
তুমিতো তেমন শুভেচ্ছা নও
পৃথিবী--
সামাজিকে--বৃত্তের ব্যাসার্ধে ও
সীমানায়--
শুধু বালি ধ্বস
অবক্ষয় অতল জলের কিনারে পা ছুঁয়ে
বসে থাকে যেন
শত শত জ্যাক দ্যা রিপার