Search This Blog

Friday, July 11, 2008








পৌণর্মাসী
অবিন সেন



হলুদ পাতা ঝরে ঝরে পড়ে টিনের চালে
বাতাসের কথা শোনে তবু—দুলে দুলে পৌণর্মাসী,
রাত্রি গড়িয়ে যায়—ঘুম ঘুম আকাশের চোখে
খেঁজুরের গাছে গুচ্ছ গুচ্ছ স্তনবৃন্তে বিমুগ্ধ রূপ !

ঘুমোবার কাল পার করে দিতে চায়—অলস নয়ন
জ্যৈষ্ঠের রাতে গ্রামীন কিশোর—চুপ চুপ
ভেলা খুলে দিয়ে ভেসে চলে যায় একা
ফলবতী আমবনটিরে পিছে ফেলে—অবুঝ নিরালা !

রাত্রি গড়িয়ে যায় তবু—ঝরে যায় হলুদ পাতা
ফেরেনা কিশোর—টিনের চালের পরে শুধু আনমনে
বাতাস লেখে—সবচেয়ে প্রিয় তার মৃত কিশোরীর কথা !

................................................................

Thursday, July 10, 2008

ভালবাসা


কাঁচপোকা—কাঁচপোকা—একাকী দুপুর,
একছুটে পুতুলের খেলা ফেলে—
আয়নায় রূপ—অপরূপ টিপ—ললাটে কিশোরীর
পদাবলী সুবাসিত মোহে সময় সজীব!

হলুদ পাতার নীড়ে—পুতুলের ঘর বার—
সহজ দিনের ডাকে, কিশোরীর ঘ্রানে নামে
বিকেল মেদুর—তখনই হঠাৎ পোড়ে খোড়ো চাল,
নিশান কলরব—বিজয় মিছিল—রাজনীতি সমর ;

পুতুলের ঘর ভাঙে—কাঁচপোকা উড়ে যায়—
কিশোরীর কপাল যেন আঁধার নীরব—আঁধার আড়াল করে,
জানিনা কত ভাঙে চোরে—বদলায় রাজার নীতির ঢঙ্
তবু শাশ্বত ভালবাসা—কিশোরীর শনিতের রঙ !